Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির ১৭ শিক্ষকের পদত্যাগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৬:০৭ পিএম

চবির ১৭ শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ১৭ শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগী শিক্ষকদের মধ্যে প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়াও রয়েছেন বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ গণমাধ্যমকে বলেন, পদত্যাগপত্র পেয়েছি। যারা পদত্যাগ করেছেন তাদের তালিকা পরে জানানো হবে।

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক রবিউল গণমাধ্যমকে বলেন, একাডেমিক ও গবেষণার কাজে মনোনিবেশ করার জন্য আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পর্ষদের অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। তারা কী কারণে পদত্যাগ করেছেন, তা আমার জানা নেই। 

এদিকে প্রক্টর পদত্যাগের পরপরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগকারীদের মধ্যে আছেন- সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম, শহিদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তন্ময় ও গোলাম কুদ্দুস লাভলু।

আবাসিক শিক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগকারীরা হলেন- শাহরিয়ার বুলবুল, ফারজানা আফরিন রুমকি, অনাবিল ইহসান, এইচ এম আব্দুল্লা আল মামুন, রমিজ আহমদ, শাকিলা তাসমিন, নাসরিন আক্তার, শাহ আলমগীর, উম্মে হাবিবা ও ঝুলন ধর।

এছাড়া ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক পদত্যাগ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম