দায়িত্ব পালনের সময় জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে পেটাল ছাত্রলীগ
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ এক ব্যান্ড দলের অতিথিকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় শাখা ছাত্রলীগের সাবেক দুজন সভাপতিকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠে।
শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ৩২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া। এ সময় ছাত্রলীগ কর্মীরা মঞ্চে ওঠার চেষ্টা করে। বাধা দেওয়ায় শাখা ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক উৎস দত্ত, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ ভৌমিক, উপ-আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী পার্থ বড়ুয়ার সঙ্গে আসা লিটন নামের একজনকে ব্যাপক মারধর করে। এ সময় প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন তাদেরকে থামাতে গেলে তাকেও মারধর করে তারা।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, আমি দেখতে পেলাম অনেকগুলো ছেলে মিলে লিটনকে মাটিতে ফেলে মারধর করছে। এ সময় আমি পরিচয় দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। আমার ওপর চড়াও হয়ে আমাকে মারধর করা শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৩২ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, অতিথিকে মারধরের সময় সোহেল পারভেজ ও শাফিন ছেলেদের আটকানোর চেষ্টা করলে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ সময় প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনকে বেধড়ক মারধর করেন।
মারামারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত উৎস দত্ত বলেন, আমি তখন মুক্তমঞ্চের পাশে ছিলাম। এ রকম একটা ঘটনা ঘটেছে আমি শোনার পর মুক্তমঞ্চে গিয়ে দেখি আমার হলের জুনিয়ররা সেখানে ঝামেলা করতেছে। তাই আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে হলের সিনিয়র হিসেবে সেখান থেকে জুনিয়রদের পাঠিয়ে দেই। আমি এই মারামারিতে সম্পৃক্ত নয়। কেউ যদি বলে থাকে আমি সম্পৃক্ত তবে সেটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলেছে তারা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, এটা অগ্রহণযোগ্য আচরণ। আমরা ইতোমধ্যে তাদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
