Logo
Logo
×

শিক্ষাঙ্গন

এক রাতে জাবির ৩ হলে ঢুকে ছাত্রীদের হেনস্তা করল যুবক!

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম

এক রাতে জাবির ৩ হলে ঢুকে ছাত্রীদের হেনস্তা করল যুবক!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের তিনটি আবাসিক হলে ঢুকে ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অনিরাপত্তা ও আতঙ্কে রাত পার করছেন ছাত্রীরা।

রোববার রাত ৩টার দিকে সুফিয়া কামাল হলে, ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এবং মাঝরাতে খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার শেখ হাসিনা হলে একই ঘটনা ঘটে।

সুফিয়া কামাল হলের ভুক্তভোগী এক ছাত্রী জানান, লোকটা এত বাজে বাজে কথা বলেছে, যা মুখেও আনতে পারছি না। হল সুপারকে জানানো হলে তিনি গার্ড নিয়ে জায়গাটি দেখে আসেন এবং উল্টো মেয়েদের দোষারোপ করে বলেন, আমরা কেন জানালায় কাগজ লাগাইনি, পর্দা দিইনি। আমাদের বলা হয়েছে- ঘটনাটি নিজেদের মধ্যে রাখতে। মেয়েদের চিৎকার সত্ত্বেও ওই ব্যক্তিকে বিচলিত মনে হয়নি। তিনি বলছিলেন, হল সুপার কী করবে, তাকে ডাকেন।

এদিকে ছাত্রী হলের নিরাপত্তা পরিস্থিতির অবনমন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা। রোববার সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরুরি তদন্তের মাধ্যমে জড়িতদেরকে সনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মার্চ মাঝরাত থেকে ভোর পর্যন্ত শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল এবং সুফিয়া কামাল হলে লাগাতারভাবে সম্পূর্ণ নির্বিঘ্নে চোর ও নিপীড়নকারীর উৎপাতের তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সংগঠনের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়ের বরাত দিয়ে বলা হয়, ঢিলেঢালা নিরাপত্তা ও বিচারহীনতার সুযোগ নিয়ে হলের কম্পাউন্ডে প্রবেশ করে হলের নারী শিক্ষার্থীদের যৌনহেনস্তা করা, রুমের জানালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করা, দুষ্কৃতকারীর নিরাপদে আবার বেরিয়ে যেতে পারার ঘটনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিশৃঙ্খলারই পরিচায়ক। এ ঘটনা সম্পূর্ণ নতুন ভয়াবহতা নিয়ে গত এক সপ্তাহে আমাদের সামনে হাজির হলেও এর সূত্রপাত নতুন নয়। বরাবরই মেয়েদের হলে চুরির ঘটনা নিয়ে প্রশাসন ছিল উদাসীন।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জানমালের তোয়াক্কা যে প্রশাসনের নেই কিংবা প্রশাসনের দায়িত্বশীলতায় যে রহস্যজনক অনীহা রয়েছে, তারই অনিবার্য ফলাফল হলো এই অপরাধ। এ ঘটনার তীব্র নিন্দা এবং সরেজমিনে এর বস্তুনিষ্ঠ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। পাশাপাশি ছাত্রী হলের নিরাপত্তা নিশ্চিত করতে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা বলেন, আমরা সিসিটিভি, কাঁটাতারের জন্য প্রশাসনকে বলেছি। আগের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তারা রিপোর্ট দেবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম