|
ফলো করুন |
|
|---|---|
২৮ দিন পর ফের ক্লাসে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নির্যাতনের শিকার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। সোমবার তিনি তার সহপাঠীদের সঙ্গে ক্লাসে অংশ নেন।
ক্লাসে অংশ নিয়ে আগের মতো অনুভূতি পাচ্ছেন ফুলপরী। ক্লাসে সহপাঠীদের সহযোগিতাও পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া ক্যাম্পাসে তিনি এখন নিরাপদবোধ মনে করছেন বলে জানিয়েছেন।
রোববার হল পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ওঠেন তিনি। গত ৫ মার্চ ফুলপরীকে হাইকোর্টের নির্দেশে তার পছন্দমতো হলের আবাসিকতা পরিবর্তন করে ওই হলে আসন বরাদ্দ দেয় প্রশাসন। এর আগে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী ছিলেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, ফুলপরী এখন থেকে নিয়মিত ক্লাস করবেন বলে জানিয়েছেন। তাকে বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিভাগের অন্যান্য শিক্ষকদেরও এটা বলে রেখেছি।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালিগালাজ ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ফুলপরীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। ফলে ৪ মার্চ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, মুয়াবিয়া, উর্মী ও মীমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
