Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রামেকে এখনো ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম

রামেকে এখনো ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন

গত শনিবার রাতে সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখনো ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকাল ৪টায় দৈনিক যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন রামেক পরিচালক এফএম শামীম আহাম্মদ।

তিনি বলেন, এখন পর্যন্ত গুরুতর ৬ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি হওয়া মোট ৯৬ শিক্ষার্থীর বাকিরা চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। আইসিইউতে থাকা রাকিবুল নামের সেই শিক্ষার্থীকে আমরা ওয়ার্ডে নিয়ে এসেছি। তিনি এখন ভালো আছেন। এছাড়া চোখে বুলেটের আঘাত পাওয়া ৬ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় রেফার করেছি, দুইজনকে রিলিজ দেওয়া হয়েছে এবং একজন এখনো চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীর বিষয়ে সোমবার দুপুরে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চোখে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসার সামগ্রিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। এছাড়া সংঘর্ষের দিন অনেক শিক্ষার্থীর মোবাইল ফোন, মানিব্যাগ হারানোর বিষয়টি প্রাধ্যক্ষ পরিষদকে দেখতে বলা হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য তিনি রামেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাজশাহী মেডিকেল কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম