রেটিনায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের নেওয়া হয়েছে ঢাকায়
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের দিনে পুলিশের রাবার বুলেট ও পিলেটের আঘাতে চোখের রেটিনায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব মাইক্রোতে করে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের ঢাকায় পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীদের এদিন দুপুর ১টায় তাদের ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হলেন- মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আলিমুল ইসলাম, ফারসি বিভাগের শেষ বর্ষের ছাত্র মিসবাউল ইসলাম ও আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন।
আহত শিক্ষার্থীদের বিষয়ে রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তিনজন ছাত্রের চোখের ‘ভিট্রিয়ল রেটিনাল ইনজুরি’ রয়েছে। রাজশাহীতে এর চিকিৎসা সম্ভব নয়। এজন্য তাদের ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
