আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
১৫ মার্চ ২০২৩, ২৩:৪৪:৪৩ | অনলাইন সংস্করণ
দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে ভর্তির জন্য সারাদেশে একযোগে একটি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
বুধবার (১৫ মার্চ) সকালে কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলার অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী এসময় সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে ঘটে যাওয়া শিক্ষার্থী নির্যাতন প্রসঙ্গে বলেন, এটি সামাজিক সমস্যা। আইন করে সমাধান হবে না, গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
এর আগে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে নিয়ে দৌলতপুর কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে ভর্তির জন্য সারাদেশে একযোগে একটি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
বুধবার (১৫ মার্চ) সকালে কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলার অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী এসময় সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে ঘটে যাওয়া শিক্ষার্থী নির্যাতন প্রসঙ্গে বলেন, এটি সামাজিক সমস্যা। আইন করে সমাধান হবে না, গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
এর আগে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে নিয়ে দৌলতপুর কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।