খুকৃবির সাবেক ভিসির বিরুদ্ধে ধর্ষণের মামলা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য এবং বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক।
তিনি জানান, মামলাটি দায়ের করার পর নথি আদালতে প্রেরণ করা হয়েছে।মামলাটির তদন্ত করবেন সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ মৃধা।
এর আগে গত ১৩ মার্চ খুকৃবির সাবেক উপাচার্য ও রেজিষ্ট্রারের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৩ ধর্ষণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা।
অভিযোগে ১নং বিবাদী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. শহীদুর রহমান খান এবং ২নং বিবাদী বর্তমান রেজিস্ট্রার ড. খন্দকার মাজহারুল আনোয়ার।
ট্রাইবুনালের বিচারক আ. ছালাম খান অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য থানাকে নির্দেশ দিয়েছেন।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ যুগান্তরকে জানান, বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা সাবেক ভিসি ও বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের জন্য সোনাডাঙ্গা থানায় গিয়েছিলেন।
কিন্তু থানায় মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে আদালতে অভিযোগ করলে বিচারক এজাহারটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুকৃবির সাবেক ভিসির বিরুদ্ধে ধর্ষণের মামলা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য এবং বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক।
তিনি জানান, মামলাটি দায়ের করার পর নথি আদালতে প্রেরণ করা হয়েছে।মামলাটির তদন্ত করবেন সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ মৃধা।
এর আগে গত ১৩ মার্চ খুকৃবির সাবেক উপাচার্য ও রেজিষ্ট্রারের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৩ ধর্ষণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা।
অভিযোগে ১নং বিবাদী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. শহীদুর রহমান খান এবং ২নং বিবাদী বর্তমান রেজিস্ট্রার ড. খন্দকার মাজহারুল আনোয়ার।
ট্রাইবুনালের বিচারক আ. ছালাম খান অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য থানাকে নির্দেশ দিয়েছেন।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ যুগান্তরকে জানান, বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা সাবেক ভিসি ও বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের জন্য সোনাডাঙ্গা থানায় গিয়েছিলেন।
কিন্তু থানায় মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে আদালতে অভিযোগ করলে বিচারক এজাহারটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন।