Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রতারণা মামলায় পবিপ্রবির অধ্যাপক কারাগারে

Icon

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম

প্রতারণা মামলায় পবিপ্রবির অধ্যাপক কারাগারে

প্রতারণার মামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. এএসএম ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রতারণা মামলায় সোমবার জামিন প্রার্থনার জন্য আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, মামলার বাদী ইন্দ্রজিৎ গাইন তার ভাইসহ কয়েকজনের সেনাবাহিনীতে চাকরির জন্য ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. এসএএম ইকবাল হোসাইনকে ১৩ লাখ ৫০ হাজার টাকাসহ একটি চক্রকে মোট ২৬ লাখ টাকা দেন। ওই অধ্যাপক ও চক্রটি তাদের ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। ওই নিয়োগপত্র নিয়ে খুলনা ক্যান্টনমেন্টে সৈনিক পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্র ধরা পড়ে।

প্রার্থীরা টাকা ফেরত চাইলে টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এক চাকরি প্রার্থীর ভাই ইন্দ্রজিৎ গাইন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই মামলায় সোমবার অধ্যাপক ড. ইকবাল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তামান্না আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও জাল জালিয়াতির মামলা চলমান আছে বলে তিনি জানান।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, তার জেলহাজতের বিষয়টি এখন পর্যন্ত আমাদের জানা নেই।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম