Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে স্বজন সমাবেশের কমিটি গঠন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম

জাবিতে স্বজন সমাবেশের কমিটি গঠন

স্বজন সমাবেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ সালের জন্য আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজল আকন্দ সভাপতি ও দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে চারুকলা বিভাগের শিক্ষার্থী নিশাত আক্তার জাহান ও দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতে সাকিব তন্ময়কে সহ-সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাহাত চৌধুরীকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

এছাড়া মেহরব হোসেন সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ    সহ-সাংগঠনিক সম্পাদক, সানভির ইসলাম অর্থ সম্পাদক, মাহিব আহমেদ চৌধুরী সহ-অর্থ সম্পাদক, আসিবুল ইসলাম রিফাত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শাহরিয়ার আলম ইমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবিকুন্নাহার আশা মহিলা বিষয়ক সম্পাদক, রুবিনা জাহান তিথি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তাহেরা ফিলিন সোনালী তথ্যপ্রযুক্তি সম্পাদক, শিমুল আখতার কল্যাণ সম্পাদক, সৌরভ হাসান আইন ও মানবাধিকার সম্পাদক, সফিকুল ইসলাম রবি পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ওসমান সরদারকে ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সদস্যরা হলেন- আল মাহমুদ, নাইম, তানিয়া আকতার, তাহসীন চৌধুরী মাইশা, তাশদীদ, বৃষ্টি, আরিফা তাসনীম, জান্নাতুল ফেরদৌসি, জয়ন্তী রায়।

এ কমিটির উপদেষ্টারা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ (শৈবাল), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ, দর্শন বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা এবং যুগান্তরের জাবি প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান।

স্বজন সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম