Logo
Logo
×

শিক্ষাঙ্গন

হলের কক্ষে রুয়েট ছাত্রের ঝুলন্ত লাশ

Icon

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:৫০ পিএম

হলের কক্ষে রুয়েট ছাত্রের ঝুলন্ত লাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। হলের কক্ষে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, তানভীর আহমেদ বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলে থাকতেন। মেহেরপুর জেলায় গাংনী উপজেলায় তার বাড়ি।

পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, তানভীরের সহপাঠীরা জানিয়েছেন দুপুরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তানভীর। এ সময় সহপাঠীরা তা দেখে তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। এর আগেই তানভীরের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে তানভীরের মরদেহ হস্তান্তর করা হবে।

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম