ইবিতে ছাত্রী নিপীড়ন
বিচার চাওয়ায় শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দিলেন প্রক্টর
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ০২:০২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রীকে নিপীড়নের প্রতিবাদে এবং ওই শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান।
আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই প্রক্টর এ ধরণের কাজ করেছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ বিভাগের ছাত্রী নিপীড়নকারী অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমারের বিচার ও ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে শনিবার মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।
ওই সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেন। অন্যথায় দ্বিতীয় দিন রোববার আবারও আন্দোলনের ঘোষণা দেন।
এরই প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ডায়না চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা র্যালী নিয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ শেষে ব্যবসায় প্রশাসন অনুষদে গেলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনকারীদের বাধা দেয়।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন প্রক্টর মাহবুবর রহমান। প্রক্টরের সামনেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে ওই বিভাগের কিছু শিক্ষার্থীরা।
পরে বিভাগের অন্যান্য শিক্ষকরা এসে শিক্ষার্থীদের শান্ত করে। আন্দোলককারী শিক্ষার্থীরা বহিরাগত কি না তা জানতে তাদের আইডি কার্ড দেখাতে বলা হয়। আইডি কার্ড দেখালে দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন প্রক্টর।
একই সঙ্গে শৃঙ্খলা কমিটির মিটিং ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন প্রক্টর মাহবুবর রহমান।
এদিকে যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের এমন আচরণে বিভিন্ন প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে হুমকির বিষয় অস্বীকার করে প্রক্টর মাহবুবর রহমান যুগান্তরকে বলেন, বাণিজ্য অনুষদের ৪র্থ তলায় বিভাগটির ছাত্র এবং অন্য বিভাগের কিছু ছাত্রের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়।
তাৎক্ষনিক প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরাধ যেই করুক না কেন প্রশাসন শাস্তি প্রদানে কুন্ঠাবোধ করবে না।
