Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শান্তি সমাবেশে 'অশান্তি' করায় জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম

শান্তি সমাবেশে 'অশান্তি' করায় জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি সেলিম রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শান্তি সমাবেশে দলীয় নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষের জেরে তাকে বহিষ্কার করা হয় বলে জানা যায়। 

শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত সেলিম রানা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের মনোবিজ্ঞান বিভাগের ৫নং সহসভাপতি ছিলেন।

জবি শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের কর্মী। গতকাল শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলীয় নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন সেলিম রানা। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেন।

আ.লীগ-বিএনপির শোডাউন শান্তি সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম