Logo
Logo
×

শিক্ষাঙ্গন

তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাজনীতিতে ‘লংটার্ম ডিজাস্টার’ তৈরি করেছে: ছাত্রলীগ সভাপতি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম

তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাজনীতিতে ‘লংটার্ম ডিজাস্টার’ তৈরি করেছে: ছাত্রলীগ সভাপতি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের রাজনীতিতে শর্টটার্ম সুবিধা দিলেও আজকে লংটার্ম ডিজাস্টার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

রোবাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে শর্টটার্ম সুবিধা দিলেও আজকে লংটার্ম ডিজাস্টার তৈরি করেছে। আজকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু করার চেষ্টা করা হচ্ছে। এটি গণতন্ত্রের ওপর আঘাত। এটি একটি রেসিপি অব ডিজাস্টার। এটির মাধ্যমে আমাদের ভোটাধিকার, সাংবিধানিক আইনকানুনকে বৃদ্ধাঙ্গুল দেখাতে চায়। আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেব, যাকে ইচ্ছে তাকে প্রতিনিধি বাছাই করব। আজকে সেটিকে তারা চ্যালেঞ্জ করার চেষ্টা করছে।

এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাজনীতি লংটার্ম ডিজাস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম