Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিপ্রবিতে শিক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে ছাত্রলীগের বাধা

Icon

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৮:১৮ পিএম

পবিপ্রবিতে শিক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে ছাত্রলীগের বাধা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার হলে ঢুকতে বাধার সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থীরা।

রোববার দুপুর দেড়টায় কৃষি অনুষদ ভবনে প্রথম দফায় তলা ঝুলিয়ে দেন বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় প্রক্টর এসে তালা ভেঙে একাডেমিক ভবনের ফটক খুলে দেন। এর ১০ মিনিট পর আবারো ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় তালা ঝুলিয়ে দেন।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে হাজির হন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক। তারাও একাডেমিক ভবনের প্রধান ফটক আটকে রেখে নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন।

তালা ঝুলিয়ে ছাত্রলীগ কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন। পরে সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং তারাই তালা ঝুলিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন রয়েছে। তাদের দাবি আদায়ে ছাত্রলীগ প্রশাসনের সঙ্গে কথা বলবে।

এদিকে এ ঘটনায় চরম বিপাকে পড়েন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা। পরীক্ষার হলে ঢুকতে না পেরে তারা একাডেমিক ভবনের সামনে অপেক্ষা করতে থাকেন। পরীক্ষা নিতে আসা শিক্ষক ও কর্মচারীদেরও খাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময় পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের দেওয়া ১৩ দফা দাবি প্রশাসন এখনো মেনে না নেওয়ায় একাডেমিক ভবনের তালা দিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, এ ঘটনায় উপাচার্যের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে ঠিক করবেন তারা।

যোগাযোগ করা হলে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুগান্তরকে বলেন, পরীক্ষার হলে ঢুকতে যারা বাধা দিয়েছে তাদের শোকজ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম