সাধারণ বিজ্ঞান

৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২২)

 আফজাল হোসেন 
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

১. সুস্বাস্থ্যের জন্য একজন স্বাভাবিক মানুষের বডি মাস ইনডেক্স (BMI) কত হওয়া জরুরি?

ক. ১০-১৫ খ. ১৫-২০

গ. ২০-২৫ ঘ. ২৫-৩০

২. ড্রাইসেল ব্যাটারির তড়িচ্চালক বল কত?

ক. ১.৫ ভোল্ট খ. ১.১ ভোল্ট

গ. ২ ভোল্ট ঘ. ৫ ভোল্ট

৩. লেবুতে কোন এসিড থাকে?

ক. এসিটিক এসিড

খ. ল্যাকটিক এসিড

গ. সাইট্রিক এসিড

ঘ. টারটারিক এসিড

৪. ভোজ্যতেলে কোন ভিটামিন থাকে?

ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি

গ. ভিটামিন-সি ঘ. ভিটামিন-ডি

৫. মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক কে?

ক. জর্জ লেমিটার খ. এডুইন হাবল

গ. স্টিফেন হকিং ঘ. জর্জ গ্যামোর

৬. কোন পদার্থের ঘনত্ব বেশি?

ক. পানি খ. বরফ

গ. গ্লিসারিন ঘ. কেরোসিন

৭. সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

ক. পিটুইটারি খ. যকৃত

গ. অগ্নাশয় ঘ. থাইরয়েড

৮. কোনটি দেহকোষ নয়?

ক. স্নায়ুকোষ খ. লোহিত রক্তকণিকা

গ. ত্বককোষ ঘ. শুক্রাণু

৯. নিচের কোনটি চোখের একমাত্র আলোকসংবেদী অংশ?

ক. পিউপিল খ. আইরিশ

গ. রেটিনা ঘ. অন্ধবিন্দু

১০. ‘হেল-বপ’ ধূমকেতু আবিষ্কৃত হয়-

ক. ১৯৯৩ সালে খ. ১৯৯৭ সালে

গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৪ সালে

১১. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন

ঘ. হাইড্রোজেন

১২. ট্যাবলেটের মোড়কে কোন ধাতুর স্ট্রিপ ব্যবহার করা হয়?

ক. Sn খ. Al

গ. Mg ঘ. Zn

১৩. মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে কী বলে?

ক. স্ট্রোক খ. হার্ট অ্যাটাক

গ. হৃদরোগ ঘ. ক্যানসার

১৪. আপেক্ষিক তত্ত্বানুসারে গতিশীল কাঠামোতে কোনটি হ্রাস পায়?

ক. সময় খ. দৈর্ঘ্য

গ. ভর ঘ. ভরবেগ

১৫. চিনির চেয়ে বেশি মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়-

ক. বেনজিন থেকে

খ. টলুইন থেকে

গ. ফেনল থেকে

ঘ. কয়লা থেকে

১৬. পালংশাক সবজি হিসাবে-

ক. অম্লধর্মী খ. ক্ষারধর্মী

গ. স্নেহধর্মী ঘ. শর্করা

১৭. কোনটি সুন্দরবনের লবণাক্ত অঞ্চলের প্রধান গাছ?

ক. গরান খ. হারগোজা

গ. সুন্দরী ঘ. আমুর

১৮. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে?

ক. স্নেল খ. রবার্ট রয়েল

গ. রোমার ঘ. ভন ওয়েরিক

১৯. কোনটি বিপাকজনিত রোগ?

ক. ডায়াবেটিস খ. ডেঙ্গুজ্বর

গ. ম্যালেরিয়া ঘ. জন্ডিস

২০. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কী বলে?

ক. মহাকর্ষ খ. অভিকর্ষ

গ. মধ্যাকর্ষণ ঘ. স্থিতিস্থাপকতা

উত্তর : ১গ ২ক ৩গ ৪ঘ ৫ক ৬গ ৭খ ৮ঘ ৯গ ১০গ ১১গ ১২খ ১৩ক ১৪খ ১৫খ ১৬ঘ ১৭গ ১৮গ ১৯ক ২০ক।

গ্রন্থনা: আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন