জীববিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

 যুগান্তর ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম  |  অনলাইন সংস্করণ

মো. বদরুল ইসলাম 

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবন পাঠ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৯। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?

উত্তর : মনেরা

২০। দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী?

উত্তর : প্রজাতি

২১। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?

উত্তর : ইটালিক

২২। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Alium cepa

২৩। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Solanum tuberosum

২৪। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Nympheanouchali

২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Vibrio cholerae

২৬। আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Artocarpus hetarophyllus

২৭। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Copsychus saularis

২৮। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Plasmodium vivax

২৯। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?

উত্তর : প্রজাতি

৩০। ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?

উত্তর : Systema Naturae

৩১। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?

উত্তর : মনেরা

৩২। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত ধাপ কয়টি?

উত্তর : ৭টি

৩৩। কেমোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের সদস্য?

উত্তর : মনেরা

৩৪। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : মনেরা

৩৫। কোন রাজ্যের জীবে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে?

উত্তর : প্রোটিস্টা

৩৬। উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?

উত্তর : ট্যাক্সা

৩৭। জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোন বিষয়ক জ্ঞান আলোচিত হয়?

উত্তর : এন্ডোক্রাইনোলজি

৩৮। কোন শাখার মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়?

উত্তর : ফিজিওলজি

৩৯। কোন রাজ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান?

উত্তর : প্লান্টি

৪০। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো?

উত্তর : ২টি


ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

ভূগোল ও পরিবেশ

নৈর্ব্যত্তিক প্রস্তুতি

১। Geography শব্দটির অর্থ কী?

ক) পৃথিবীর বর্ণনা খ) গোলাকার পৃথিবী

গ) পৃথিবীর রূপ ঘ) পৃথিবীর লেখচিত্র

২। Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) অধ্যাপক ম্যাকনি খ) অ্যাকারমেন

গ) ইরাটস থেনিস ঘ) সি.সি. পার্ক

৩। ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?

ক) আমেরিকা খ) ফ্রান্স

গ) স্পেন ঘ) গ্রিস

৪। বেড় শব্দের অর্থ হলো-

i) পৃথিবী ii) বর্ণনা iii) ভূ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ?

ক) অধ্যাপক ম্যাকনি খ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প

গ) অধ্যাপক কার্ল রিটার ঘ) রিচার্ড হার্টশোন

৬। ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবন ধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল- কার মতে?

ক) অধ্যাপক ম্যাকনি

খ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প

গ) অধ্যাপক কার্ল রিটার

ঘ) ভূগোলবিদ অ্যাকারমেন

৭। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। কার দেয়া সংজ্ঞা এটি?

ক) সি.সি. পার্ক খ) পরিবেশ বিজ্ঞানী আর্মস

গ) ম্যাকনি ঘ) কার্ল রিটার

৮। পরিবেশের উপাদান কয় প্রকার?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

৯। কোনটি পরিবেশের জীব উপাদান?

i) গাছপালা ii) নদী-সাগর iii) মানুষ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। কোনটি পরিবেশের জড় উপাদান?

i) পাহাড়-পর্বত ii) মাটি-পানি iii) কীট-পতঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন