রিকশাচালকদের রেইনকোট দিল জাবি ছাত্রলীগ
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের উদ্যোগে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় হল প্রাঙ্গণে এই রেইনকোট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের উদ্যোগে প্রায় ২৫ জন রিকশাচালককে বৃষ্টি প্রতিরোধী রেইনকোট প্রদান করা হয়।
এ সময় হাবিবুর রহমান লিটন প্রত্যেক রিকশাচালককে নিজ হাতে রেইনকোট পরিয়ে দেন। তিনি বলেন, এটি আপনাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আপনাদের বৃষ্টিতে ভিজে রিকশা চালিয়ে কষ্ট করতে হবে না।
এছাড়া হাবিবুর রহমান লিটন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করবেন। পাশাপাশি নিজের পরিবারের সবাইকে নৌকা মার্কায় ভোট প্রদানে উৎসাহিত করবেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
