Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অছাত্র-বহিষ্কৃতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

অছাত্র-বহিষ্কৃতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত অছাত্র ও বহিষ্কৃতদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যার এ জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও তৎপূর্বে চবিতে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এসব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো বিভিন্ন আবাসিক হলসমূহে অবস্থান করছে তাদের ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ দেওয়া হলো। এছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরও আগামী হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। উক্ত সময়ের পর এ ধরনের কাউকে হলে অবস্থানরত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া রোববার বিকালে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে চবি ক্যাম্পাসে।

রোববার সকালে এক সাংবাদিককে মারধর করে চবি ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতির অনুসারীরা। ওই সাংবাদিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। মামলা হবে ও জড়িতদের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আজীবন বহিষ্কার করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম