Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর

আর নিউজ করিস তারপর দেখব তোরে কে বাঁচায়

চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

আর নিউজ করিস তারপর দেখব তোরে কে বাঁচায়

চবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের শিকার সাংবাদিক মোশাররফ শাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে মেরে রক্তাক্ত করেছেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় তারা হুমকি দিয়ে বলে, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে।’ রোববার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোশাররফ শাহ প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এ বিষয়ে চবির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আজীবন বহিষ্কার করা হবে। 

এ ঘটনার পর চবির আব্দুর রব হলে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এক জরুরি বিজ্ঞপ্তিতে আবাসিক হলে অবস্থানরত অছাত্র ও বহিষ্কৃতদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন। এদিকে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

সাংবাদিক মোশাররফ যুগান্তরকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পেশাগত কাজে উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম। ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনের রাস্তায় ১০-১৫ ছাত্রলীগ কর্মী আমার পথ আটকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে তারা আমার মোবাইল চায়। আমি দিতে অস্বীকৃতি জানালে কয়েকজন এসে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। 

তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয় দিলেও তারা লাঠিসোঁটা দিয়ে হাত, মাথা ও পায়ে আঘাত করে। এতে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে তারা আমাকে ঘটনাস্থল থেকে আব্দুর রব হলের দিকে নিয়ে যায়। রক্তক্ষরণ হচ্ছিল দেখে তারা বলে, রক্ত ধুয়ে তারপর এখান থেকে যাবি।

মোশাররফ বলেন, মারধরের সময় তারা আমাকে ছাত্রলীগ নিয়ে আর কোনো প্রতিবেদন না করার হুমকি দেয়। তারা বলে, আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।

এদিকে আহত মোশাররফকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওই সাংবাদিককে দেখতে যান উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ও প্রক্টর ড. নুরুল আজিম সিকদার। এ সময় উপ-উপাচার্য বলেন, আমার প্রথম কাজ হলো আহতের সেবা নিশ্চিত করা। উপাচার্য ম্যাডাম ক্যাম্পাসে নেই। তিনি ঢাকা আছেন। তার সঙ্গে আলোচনা না করে আমি কিছু বলতে পারব না।

প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তাকে হাতে ও পায়েও আঘাত করা হয়েছে।

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হক যুগান্তরকে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনার নিন্দা জানিয়ে রোববার বিকালে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, এর আগেও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে আবারও এমন ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

জড়িতদের গ্রেফতারের দাবি সিইউজেএন’র : সাংবাদিক মোশাররফ শাহ’র ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। রোববার এক যৌথ বিবৃতিতে সিইউজেএন সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ এই দাবি জানান। 

সিইউজে’র নিন্দা : চট্টগ্রাম ব্যুরো জানায়, সাংবাদিক মোশাররফ শাহ’র ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। 

রব হল থেকে রামদা উদ্ধার : চবির শহীদ আব্দুর রব হল থেকে ৮টি রামদাসহ বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪টায় হলটিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রব হল বর্তমানে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের নেতৃত্বাধীন চুজ ফ্রেন্ড উইথ কেয়ারের (সিএফসি) কর্মীদের দখলে। 
অছাত্র ও বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ : চবির বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত অছাত্র ও বহিষ্কৃতদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। 

চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত : এদিকে রোববার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। দীর্ঘদিন ধরে কমিটি বিলুপ্তির দাবি করে আসছিল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন ও মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভও করেছে তারা।
 

মারধর চবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম