‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে নৈরাজ্য চালাচ্ছে ছাত্রলীগ
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) সভাপতি ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হামিদউল্লাহ বলেছেন, ‘বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয় বাংলা স্লোগান ব্যবহার করে ছাত্রলীগ চবি ক্যাম্পাসে নৈরাজ্য চালাচ্ছে। নিয়োগ থেকে শুরু করে সব অনিয়মে তাদের হাত রয়েছে। অন্যায় অনিয়মকে নিয়ে সাংবাদিকরা লিখছে বলেই তাদের ওপর হামলা হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনার বিচার চেয়ে করা মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সিইউজেএন ও চবি সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চবির প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সঞ্চালনা করেন চবিসাসের সাধারণ সম্পাদক ইমাম ইমু ও সভাপতিত্ব করেন চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান।
এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামছুল ইসলাম, সিইউজেএনের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভ, সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন, সিইউজেএনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরোপ্রধান শিমুল নজরুল ইসলাম।
সংহতি জানিয়ে এতে যোগ দেন- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, শাহাব উদ্দিন ও খ. আলী আর রাজী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন- চবিসাসের সাবেক সভাপতি সুজন ঘোষ, সৈয়দ বাইজিদ ইমন ও ইমরান হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, তাসনীম হাসান ও জোবায়ের চৌধুরী।
