Logo
Logo
×

শিক্ষাঙ্গন

৪৫তম বিসিএস পরীক্ষা পেছাতে ইসিতে চিঠি পরীক্ষার্থীদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

৪৫তম বিসিএস পরীক্ষা পেছাতে ইসিতে চিঠি পরীক্ষার্থীদের

২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। তবে রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির কারণে পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা। 

এ জন্য তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন। তবে লিখিত এ পরীক্ষা পেছানো হবে কি না তা নিয়ে এখনো আলোচনা করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্বাচন কমিশন (ইসি) থেকে পিএসসি কোনো বার্তাও পায়নি। ফলে ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) এক কর্মকর্তা বলেন, পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা পিএসসির নেই। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শেষ। যদি নির্বাচন কমিশন থেকে অনুরোধ করা হয় সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা পেছানোর ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

আরেক কর্মকর্তা বলেন, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা হরতাল-অবরোধের মধ্যেই নেওয়া হচ্ছে। মৌখিক পরীক্ষা শুধু ঢাকায় পিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেটাও পেছানো হয়নি। আর লিখিত পরীক্ষা হবে বিভাগীয় পর্যায়ে। প্রার্থীরা নিজ নিজ বিভাগের কেন্দ্রে পরীক্ষা দেবেন। এজন্য সমস্যা হওয়ার কারণ দেখছি না।

বিসিএস পরীক্ষা ইসি চিঠি পরীক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম