শাবিপ্রবি জিয়া পরিষদের বিবৃতি
তফশিল বাতিল করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফশিল বাতিল করে নিরপেক্ষ সকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি জিয়া পরিষদের নেতারা। পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. খালিদুর রহমান গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ও সুশাসন টেকসই উন্নয়ন অর্জনের অপরিহার্য হাতিয়ার। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় যে, লাখও শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বিগত দুটি সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বর্তমান উদ্বেগজনক অর্থনৈতিক সূচকগুলো একটি স্থির অবনতির ইঙ্গিত বহন করছে, যা দেশের নিকট ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ায়।
