Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবির চিকিৎসকের বাসায় গৃহকর্মীর লাশ উদ্ধার

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম

ঢাবির চিকিৎসকের বাসায় গৃহকর্মীর লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক জামিল আহমেদ শাহেদীর বাসা থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে ঢাবির আবাসিক এলাকা ইশা খাঁ রোডের ওই বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তারের (১৫) গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার নাম আকরাম আলী।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসা ওই পরিবারের এক সদস্য ইসরাত জাহান বলেন, সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করতে ফাতেমার দরজায় ডাকাডাকি করি। পরে ভেতরে গিয়ে দেখতে পাই, ফাতেমা ওড়নায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। শাহবাগ থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লাহ বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তবে ওই বাসার লোকজন জানিয়েছেন, মেয়েটি আত্মহত্যা করেছে।

ঢাবি চিকিৎসক গৃহকর্মী লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম