Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ট্রাকে আগুন, রাবি ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

ট্রাকে আগুন, রাবি ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটসংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীকে প্রধান আসামিসহ এ শাখার আরও ৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মতিহার থানার এসআই জাকারিয়া মাসুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম (৩১), যুগ্ম-আহবায়ক মো. সাকিলুর রহমান সোহাগ (২৮), কর্মী মো. সোহান (৩৫) ও মো. তিমেল (২২) এবং আশরাফুল ইসলামসহ (পরিচয় পাওয়া যায়নি) অজ্ঞাতনামা অনেকে।

মামলার বিবরণ অনুযায়ী, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা এবং যানবাহনে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ সরকারের প্রতি বিরূপ প্রভাব ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টি, মানুষের জান-মাল ও সরকারি সম্পত্তির বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রধান আসামি সুলতান আহমেদ রাহী বলেন, ট্রাক পোড়ানো, গাড়িতে হামলা এসব সন্ত্রাসী কার্যকলাপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্র। পুলিশ ও দলীয় নেতাকর্মী দ্বারা বাসে আগুন দিয়ে গণতন্ত্রকামী মানুষদের নামে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাচ্ছে। জনগণ এসব আর বিশ্বাস করে না। আমরা দেশনায়ক তারেক রহমানের আহবানে রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভোটের অধিকারে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এসব মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।

সার্বিক বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আমাদের থানার এক এসআই বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম