Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবির কলা অনুষদের নতুন ডিন হোসনে আরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

জবির কলা অনুষদের নতুন ডিন হোসনে আরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। 

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোসনে আরা বেগম ৩ ডিসেম্বর হতে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। 

এর আগে কলা অনুষদের ডিন ছিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন। রোববার নিয়োগের দিনই ডিন হিসাবে দায়িত্ব বুঝে নিয়ে তিনি যোগদান করেন।

জবি কলা অনুষদ ডিন হোসনে আরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম