Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর  তিনি ১ মিনিট নীরবতা পালন করেন। 

পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সব শহিদের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরিদর্শন শেষে তিনি স্মৃতি বইয়ে অনুভ‚তি লিপিবদ্ধ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির, ছাত্রকল্যাণ পরিচালক ড. জিএম আল-আমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাসহ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মামুন শেখসহ স্কাউটের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ড. সাদেকা হালিম জবির প্রথম নারী উপাচার্য।
 

বঙ্গবন্ধু প্রতিকৃতি শ্রদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম