বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি ১ মিনিট নীরবতা পালন করেন।
পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সব শহিদের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরিদর্শন শেষে তিনি স্মৃতি বইয়ে অনুভ‚তি লিপিবদ্ধ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির, ছাত্রকল্যাণ পরিচালক ড. জিএম আল-আমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাসহ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মামুন শেখসহ স্কাউটের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ড. সাদেকা হালিম জবির প্রথম নারী উপাচার্য।
