Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক রফিকুল শেখ

Icon

রাবি সংবাদদাতা

প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ০৪:২৪ পিএম

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক রফিকুল শেখ

দুই মাস শূন্য থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) ড. মো. রফিকুল ইসলাম শেখকে ভিসি নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ভিসির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বগ্রহণের সময় নবনিযুক্ত ভিসি বলেন, রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য আমাকে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এসময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনসহ সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন। তারা নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সোমবার বিকাল ৪টার দিকে অধ্যাপক রফিকুল ইসলাম শেখকে রুয়েটের নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- রুয়েটের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আদেশক্রমে অধ্যাপক রফিকুল ইসলাম শেখকে আগামী চার বছরের জন্য রুয়েটের ভিসি নিয়োগ করা হয়েছে।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রফিকুল ১৯৯০ সালে রুয়েটের (তৎকালীন বিআইটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০১ সালে এমএস ইঞ্জিনিয়ারিং ডিগি অর্জন করেন। তিনি ২০১০ সালে জাপানের কিটামি ইন্সটিটিউট অব টেকনোলজি (কেআইটি) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক রফিকুল ১৯৯৫ সালের  ১৬ জানুয়ারি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি রুয়েটের সিন্ডিকেট সদস্য, ডিন, গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০১৪ সালের ২৮ মে রুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। চলতি বছর ২৮ মে তার মেয়াদকাল শেষ হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম