Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে ব্যতিক্রমী ‘হিম উৎসব’ শুরু বৃহস্পতিবার

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ১২:১৪ পিএম

জাবিতে ব্যতিক্রমী ‘হিম উৎসব’ শুরু বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ‘হিম উৎসব-২০১৮’।  প্রকৃতির আশীর্বাদপুষ্ট জাবি ক্যাম্পাসে প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমকে কেন্দ্র করে সামাজিক সংগঠন ‘পরম্পরায় আমরা’ এ উৎসবের আয়োজন করেছে।

বুধবার আয়োজকরা জানান, ‘হিম দেশে উষ্ণ হোক প্রাণ’ এ স্লোগানকে ধারণ করে উৎসব বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আয়োজক কমিটি জানায়  বৃহস্পতিবার ক্যাফটেরেরিয়া চত্বরে দিনব্যাপী ছবি আঁকা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।  বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে থাকছে ছায়ানট ও বেঙ্গলের ‘পরম্পরা’র পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান হবে।

দ্বিতীয় দিন (শুক্রবার) জহির রায়হান মিলনায়তনে সকাল ৯টায় আর্ট ক্যাম্প সন্ধ্যা ৬টায় নড়াইলের শিল্পীদের পরিবেশনায় পটের গান সন্ধ্যা ৭টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় গম্ভীরা ও ঘাটুগানসহ একই স্থানে থাকবে দিনব্যাপী চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।

উৎসবের শেষ দিন (শনিবার) ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী এবং বিকাল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠত হবে কনসার্ট ও সহজিয়ার ‘ঘোড়া’অ্যালবাম।

‘পরম্পরায় আমরা’ আয়োজক সংগঠকরা বলেন, আমরা আমাদের দেশের  নিজস্ব বিভিন্ন সংস্কৃতির বিকাশ, চর্চা, উপস্থাপন এবং সংরক্ষণ করার লক্ষ্যেই এই উদযাপন। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে আপন করে নেয়া।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে বেশকিছু শিক্ষার্থী মিলে‘পরম্পরায় আমরা’ নাম নিয়ে ২০১৫ সালের ডিসেম্বরে সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করে।  সংগঠনের উদ্যোগে এর আগে দুবার হিম উৎসব আয়োজন করা হয়।
 

 

হিম উৎসব জাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম