Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি কমিটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন এনেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী- ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বিকাল ৪টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট, ৩ মে ‘এ’ ইউনিট এবং একই দিন বিকালে ‘বি’ ইউনিটের হওয়ার কথা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই তারিখ পরিবর্তন করা হয়েছে।

ভর্তি আবেদন প্রক্রিয়া ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, এমনকি ছুটির দিনেও যেকোনো সময় আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম