Logo
Logo
×

শিক্ষাঙ্গন

‘নতুন দল সমালোচনা সহ্য করতে পারে না’

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

‘নতুন দল সমালোচনা সহ্য করতে পারে না’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে; কিন্তু এই দলে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করতে যেসব পলিসি গ্রহণ করেছিলেন, এই দলও সেসব পলিসি গ্রহণ করেছে। তবে এগুলো দোষের কিছু নয়।

তিনি আরও বলেন, এই নতুন রাজনৈতিক দল কোনোভাবেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে দেখবেন তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমাদের মনে হয়েছে এই নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারেনি। বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত করতেই তারা নতুন দল গঠন করেছে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি ছাত্রদল আয়োজিত এক স্মরণ সভা ও ইফতার অনুষ্ঠানে নাসির উদ্দীন নাসির এসব কথা বলেন। সভায় প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।

নাসির উদ্দীন নাসির বলেন, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে এই দল যে সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে তাতে নতুন কিছুই দেখিনি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ ওয়েতে হয়েছে। ফরেন পলিসির ব্যাপারেও আমরা নতুন কিছু দেখিনি। বিগত দিনে পার্শ্ববর্তী দেশ ভারত শুধু আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব তৈরি করেছে। এর বিপরীতে নতুন দল যদি রাষ্ট্রক্ষমতায় যায়, জনগণ যদি তাদের ভোট দেয়, তাদের ফরেন পলিসি কী হবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানতে পারিনি।

নাসির উদ্দীন নাসির বলেন, নতুন দলের প্রধান জনাব নাহিদ একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন- দেশের ধনী ব্যক্তিরাই এই দলকে অর্থায়ন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত সাড়ে ১৫ বছর ধরে দেশের ধনী ব্যক্তিরা তারা, যারা এই সময়ে ফ্যাসিবাদ তৈরি করেছিল। সেই ফ্যাসিবাদের দোসররাই যে নাহিদদের অর্থ প্রদান করেননি সেই বিষয়টা স্পষ্ট করা উচিত বলে মনে করি।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান তুর্য, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।

এছাড়া ছিলেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আল-আমিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. নছরুল কদির।

সভায় সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহসিন ও সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম