Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নববর্ষে জবিতে হবে বৈশাখী মেলা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

নববর্ষে জবিতে হবে বৈশাখী মেলা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার হতে যাচ্ছে বৈশাখী মেলা। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে।  মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক ষ্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ মেলায় স্টল বা দোকান বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। 

এতে আরও বলা হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে ছাত্র-ছাত্রীদেরও  উত্সাহিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এতে অন্য ছাত্র প্রতিনিধিরা একাত্মতা পোষণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম