বাকৃবি ক্যাম্পাসে হাতেনাতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন আমবাগান এলাকায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারী ও তার সহযোগী এক অটোচালককে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের ফকিরাকান্দা এলাকার মো. আসিফ (১৯) এবং একই এলাকার অটোচালক মো. ইয়াসিন মিয়া (জিয়াদ)।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, আমরা রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলাম। বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন এলাকায় যাওয়ার পর এক যাত্রী ও ছিনতাইকারীদের মধ্যে বাগবিতণ্ডা দেখতে পাই। এ সময় ওই যাত্রী সাহায্যের জন্য আহ্বান জানান। আমরা এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধরে ফেলি। পরে আব্দুল জব্বার মোড়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের হাতে সোপর্দ করি।
এসআই মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগী যাত্রী শিকারাকান্দা থেকে ব্রিজের মোড়ে যাওয়ার জন্য মো. ইয়াসিন মিয়ার অটোতে উঠেছিলেন। পথে পরিকল্পিতভাবে তাকে ছিনতাইয়ের শিকার হতে হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল দাবি করলে যাত্রী তাৎক্ষণিকভাবে তাদের হাতে দিয়ে দেন। ফলে তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে পৌঁছালে ছিনতাইকারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা ছিনতাইকারীদের আটকে ফেলেন। এ সময় আরও ৩-৪ জন পালিয়ে যায়।
তিনি বলেন, প্রথমে ছিনতাইকারীরা তাদের অপরাধ অস্বীকার করলেও পরে নিজেদের দোষ স্বীকার করে নেয়। এরপর তাদের বাকৃবি পুলিশ ক্যাম্পে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
