Logo
Logo
×

জাতীয়

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত শুক্রবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। এতে ৯ জন উত্তীর্ণ হয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে উপদেষ্টা আসিফের নাম রয়েছে।

গত ২৫ এপ্রিল ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশরীরে হাজির হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন আসিফ মাহমুদ। তার পরীক্ষায় অংশ নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ আলোচনা হয়।

ইনস্টিটিউটের শিক্ষকরা জানান, এসআইপিজিতে নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা বিষয়ে শেখানো হয়। সেখানে শিক্ষাবিদ, পেশাজীবীদের সমন্বয়ে এক বছর মেয়াদি যুগোপযোগী কারিকুলামের ওপর পাঠদান করানো হয়।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

 

আসিফ মাহমুদ উপদেষ্টা ভর্তি পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম