Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে জাবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:১৬ এএম

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে জাবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে মিষ্টি বিতরণ করেন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘এই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’।

মিছিল শেষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, আমরা সাময়িকভাবে সন্তুষ্ট। তবে চূড়ান্ত বিজয় তখনই হবে, যখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর ওপর জিরো টলারেন্স নীতির প্রয়োগ নিশ্চিত করতে হবে। যাতে তারা কোনোভাবেই রাজনীতির নামে সহিংসতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করতে না পারে।

আওয়ামী লীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম