ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩ শতাংশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:০৬ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের কাছে ফলাফল হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাশ পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান; ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ; কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী; রেজিস্ট্রার মো. আইউব হোসেন; পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা; পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. রফিক আল মামুন; উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম নিজস্ব ব্যবস্থাপনায় এবং সল্পসময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ বছর মেধাতালিকায় ১ম বর্ষে পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা এবং ২য় বর্ষ ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা পৃথকভাবে প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক ও শিক্ষর্থীদের অভিনন্দন জানান উপাচার্য।
এ বছর তিন বর্ষে ১,১৭,২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।এর মধ্যে ১,০৯,৮২৮ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাশের হার ১ম বর্ষ ৯০.৪৮ শতাংশ, ২য় বর্ষ ৯৪.৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষ ৯৬.৫৫ শতাংশ।
গত ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
