Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো ববি ভিসিকে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৫০ পিএম

আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো ববি ভিসিকে

শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে। 

মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম। 

তিনি বলেন, ববি উপাচার্যকে অপসারণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড করা হবে। 

জানানো হয়েছে, উপাচার্য ড. শুচিতা শরমিনকে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহালের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ১১ শিক্ষক।

এর আগে উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েন। এছাড়া সোমবার রাত থেকে চলছিল আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন। 

রাত ৯টার দিকে উপাচার্যের অপসারণ হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। এরপরই তারা আনন্দ মিছিল করেন ক্যাম্পাসে। 

এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে স্থবির ববির গ্রাউন্ড ফ্লোরে সোমবার রাত থেকে আমরণ অনশনে বসেন ১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানান। 

ববি ভিসি সরিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম