Logo
Logo
×

শিক্ষাঙ্গন

একসঙ্গে এত অংশগ্রহণকারী নিয়ে সমাবর্তন এর আগে কোথাও হয়নি

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৮:০৫ পিএম

একসঙ্গে এত অংশগ্রহণকারী নিয়ে সমাবর্তন এর আগে কোথাও হয়নি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার। অংশগ্রহণ করেছেন প্রায় ২২ হাজার ৬০০ সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের তো বটেই! বলা হচ্ছে সারা পৃথিবীতে একসঙ্গে এত অংশগ্রহণকারী নিয়ে সমাবর্তন এর আগে হয়নি।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে উন্মুক্ত স্থানে শামিয়ানা টাঙিয়ে প্রায় ২৫ হাজার মানুষের বসার জায়গা করা হয়।

তবে গ্রীষ্মের তীব্র গরমে নাজেহাল হয়েছেন অংশগ্রহণকারীরা। গরম প্রশমনে মঞ্চ ও অতিথি সারিতে এয়ারকুলারের ব্যবস্থা ছিল। সমাবর্তীদের জন্য ছিল সিলিং ও স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা। তবে গরমের তুলনায় তা অপ্রতুল বলছেন শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী সোহেল খান যুগান্তরকে বলেন, যেহেতু তীব্র গরম পড়ছে, তাই পর্যাপ্ত পানির ব্যবস্থা করলে ভালো হতো। পানির ব্যবস্থা যা ছিল তাতেও কিছুটা অব্যবস্থাপনা দেখা দিয়েছে। পানির সঙ্গে কোনো গ্লাস বা বোতল ছিল না। ফলে পানি থাকলেও খেতে গিয়ে বেগ পেতে হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।

সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, বিদ্যুৎ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, ইউজিসির চেয়ারম্যান এসএমএ ফায়েজ।

এছাড়া উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ অন্যরা।

সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এ দিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পাবেন।

সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম