Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সাম্য হত্যার বিচার দাবিতে জাবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৪১ পিএম

সাম্য হত্যার বিচার দাবিতে জাবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

রোববার (১৮ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান। 

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, আমরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছি। এ টার্গেট কিলিং যদি সরকার বন্ধ করতে না পারে, তাহলে আমরা মনে করব- শেখ হাসিনা সরকার আর এই সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এ সরকারকে আরেকবার সুযোগ দিচ্ছি। টার্গেট কিলিং বন্ধ করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, যতদিন পর্যন্ত সাম্যের প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান করব।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারেনি। সাম্য হত্যার প্রকৃত খুনি এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তার দাবিতে আমরা আজ এখানে একত্র হয়েছি। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোর দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে সাম্য হত্যার প্রকৃত খুনিকে গ্রেফতার করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম