Logo
Logo
×

ক্যাম্পাস

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৫৪ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ কমিটি উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকেৌশল) নিজ নিজ আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এজন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো।

সার্চ কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদষ্টো। সদস্য হিসাবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদেৌস আজিম।

পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম