Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবি শিক্ষার্থীদের গল্প শোনাবেন কবি আবদুল হাই শিকদার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

ইবি শিক্ষার্থীদের গল্প শোনাবেন কবি আবদুল হাই শিকদার

শিক্ষার্থীদের গল্প শোনাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার। বুধবার নজরুলজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদারের আগমন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস-উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনকে সাজানো হচ্ছে। 

বাংলা বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। 

আবদুল হাই শিকদার বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক। তিনি পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার লেখা বই ও গবেষণা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাহিত্য-সংস্কৃতির প্রায় সব অঙ্গনে তার রয়েছে সরব পদচারণা। তবে কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। মানবতা, স্বাধীনতা, জাতীয়তাবাদী চেতনার ধারক এই কবির মুখে সবসময় ধ্বনিত হয়েছে প্রেম, প্রকৃতি, বিশ্বমানবতা, শোষণমুক্ত সমাজ ও বাংলাদেশের সার্বভৌমত্বের কথা। লেখনীতে বাংলাদেশের জাতিসত্তা ও বিশ্বমানবতার কথা প্রকাশ পাওয়ায় কবি আবদুল হাই শিকদারকে ‘জাতিসত্তার কবিও’ বলা হয়ে থাকে।

এছাড়াও নজরুলের ওপর তিনটি তথ্যচিত্ৰ নির্মাণ করেছেন আবদুল হাই শিকদার। স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক ‘এখন’-এর তিনি মূল স্থপতি। কবিতা, শিশুসাহিত্য, জীবনী, গল্প, গবেষণা, ভ্ৰমণ, চলচ্চিত্র-সব মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন শতাধিক। বাংলাদেশ টেলিভিশনের শিকড় সন্ধানী ম্যাগাজিন ‘কথামালার’ পরিকল্পক, উপস্থাপক। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার।

ইসলামী বিশ্ববিদ্যালয় আবদুল হাই শিকদার কবি সাহিত্যিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম