Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী ধ্রুব

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০২:১৬ এএম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী ধ্রুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ আর ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানান।

ধ্রুবের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম আব্দুর রহমান ধ্রুব। তিনি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঢাকা দায়রা জজ আদালত থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হলফনামার মাধ্যমে তার নাম পরিবর্তন করেছেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, আমি জন্ম সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আমি আইনত যেকোনো হলফ করার উপযুক্ত। আমি একজন প্রাপ্তবয়স্ক। আমি আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ও ক্ষমতাবান। আমি জাতিতে হিন্দু ধর্মাবলম্বী ছিলাম। স্কুলে অধ্যয়ণকাল থেকেই আমার হিন্দু ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ও বিশ্বাস সৃষ্টি হয়। ইসলাম ধর্ম হলো একটি পূর্ণাঙ্গ ইহকাল ও পরকালের ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে পার্থিব শান্তি ও কল্যাণ রয়েছে।

সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব—একবার কুরআন পড়ুন খোলা মন নিয়ে। সত্য চাইলে, নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি। কেন জন্মেছি, জীবনের উদ্দেশ্য কী? কুরআন পড়েই আমি প্রথম সেই প্রশ্নগুলোর জবাব পেয়েছি।

ধ্রুব জানান, বহুদিন ধরে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং জীবনের নানা সংকটে পড়েছিলেন। সেই সময়গুলোতে তিনি একাধিকবার জীবনের আশা হারিয়ে ফেললেও, প্রতিবারই এক অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে বলে জানান তিনি। সেই অভিজ্ঞতার আলোকে তিনি ধর্ম ও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রশ্ন করতে শুরু করেন- যার উত্তর তিনি খুঁজে পান ইসলাম ধর্মে।

নিজের পরিবার ও পরিচিতজনদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা পোস্টটিতে ধ্রুব বলেন, আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।

ইসলাম ধর্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম