Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় বাকৃবি প্রেসক্লাবের অনুমোদন স্থগিত

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:০৪ এএম

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় বাকৃবি প্রেসক্লাবের অনুমোদন স্থগিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্নকারী সংবাদ প্রকাশের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেস ক্লাবের অনুমোদন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘বাকৃবি প্রেস ক্লাব (বাউপিসি)’ নামক সাংবাদিক সংগঠনের কয়েকজন সদস্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত। সেই সঙ্গে তারা ফেসবুক পেজ এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে এমন কিছু সংবাদ প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। এতে অনুমোদনের সময় নির্ধারিত শর্তাবলীর ১ ও ৪ নম্বর ধারা লঙ্ঘিত হওয়ায় সংগঠনটির অনুমোদন স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জানা গেছে, ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তির (নং: শা-৭/নোটশিট/২১৬/সংস্থাপন) মাধ্যমে ৬টি শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংগঠনটিকে অনুমোদন দেয়। শর্তগুলোর মধ্যে প্রথম শতর্টি ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো বিষয়ে সম্পৃক্ত থাকা যাবে না। 

দ্বিতীয় শর্তটি ছিল, সংগঠনের প্রয়োজনে এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভবিষ্যতে কোনো অফিস রুম অথবা জায়গা বরাদ্দ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য নয়। 

তৃতীয় শর্তটি ছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন ধরনের কাজ হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 

চতুর্থ শর্তটি ছিল যে কোনো ধরনের সামাজিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। 

পঞ্চম শর্তটি ছিল রাষ্ট্র বিরোধী সব ধরনের কাজ হতে বিরত থাকতে হবে। 

ষষ্ঠ শর্তটি ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে যেকোন সময়ই বাকৃবি প্রেস ক্লাব (বাউপিসি) নামক সংগঠন-এর অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে।

বাকৃবি প্রেসক্লাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম