জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএমইউতে ড্যাবের দোয়া মাহফিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে রোববার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালনে বিএমইউ গঠিত উপকমিটির আহ্বায়ক ও মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্যসচিব অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. মো. পারভেজ রেজা কাকন, ড্যাবের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, ড্যাব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ, কোষাধ্যক্ষ ডা. শহিদুল হাসান বাবুল, সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম সহিদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শহিদুল হক রাহাত, সাংগঠনিক সম্পাদক ডা. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক ডা. মশিউর রহমান কাজল, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, শিশু ফ্যাকাল্টির অধ্যাপক ডা. আতিয়ার রহমান, নিউরোসার্জারি বিভাগের প্রধান, অধ্যাপক ডা. মওদুদুল হক, অধ্যাপক ডা. খায়রুন নবী, চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরী, ডেন্টালের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ, ডা. মিরাজ, ডা. শাহীন, ডা. একে আজাদ, ডা. শাহরিয়ার সামস, ডা. শরীফ, ডা. মামুন, ডা. আশরাফসহ শতাধিক চিকিৎসক ও কর্মকর্তা।
