Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বাসে জাবির ছাত্রীকে হেনস্তার অভিযোগ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৩৬ এএম

বাসে জাবির ছাত্রীকে হেনস্তার অভিযোগ

ছবি : যুগান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহণের একটি বাসের হেলপারের বিরুদ্ধে। সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ছাত্রী বাস থেকে নামার সময় হেলপার তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা শুভযাত্রা পরিবহণের সাভার অঞ্চলের লাইনম্যান মাসুদুর রহমানকে বিষয়টি জানান। পরে রাত ৯টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন এবং ঘটনাটি সমাধান না হওয়া পর্যন্ত শুভযাত্রা পরিবহণের আরও দুটি বাস ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থামিয়ে তাদের বাসের চাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

লাইনম্যান মাসুদুর রহমান বলেন, ‘আমাদের একটি বাসের হেলপার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়েছেন, এমন অভিযোগ পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে আসি। যে হেলপার ঘটনার সঙ্গে জড়িত তাকে শনাক্ত না করা পর্যন্ত আমাদের অন্য দুটি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। বাসের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম