Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ৩টি গরু কুরবানি দিল জাবি ছাত্রশিবির

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:২৬ পিএম

ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ৩টি গরু কুরবানি দিল জাবি ছাত্রশিবির

জাবি ছাত্রশিবিরের মধ্যহ্নভোজের চিত্র। ছবি: যুগান্তর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কুরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। 

শনিবার (৭ জুন) দুপুর ২টায় জহির রায়হান মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ঈদের দিন সংগঠনের পক্ষ থেকে তিনটি গরু কুরবানি দেওয়া হয়। সেই মাংস দিয়েই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। পাশাপাশি, কুরবানির মাংস বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০টি পরিবার, নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের মধ্যেও বিতরণ করা হয়। 

তিনি আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য ছিল মুরগির রোস্ট ও ডিম।

জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ একা নয়, সবার সঙ্গে ভাগ করে নেওয়াই প্রকৃত উৎসব। সেই ভাবনা থেকেই এই আয়োজন।

জানা যায়, মধ্যাহ্নভোজে ছিল পোলাও, গরুর মাংস, ভেজিটেবল, মুগ ডাল ও জর্দা ভাত। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য গরুর মাংসের বদলে ছিল মুরগির রোস্ট ও ডিম। 

ঈদে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী এক শিক্ষার্থী জাবি শাখা ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বলেন, ঈদে বাড়ি যেতে না পারায় মনে একধরনের খালি খালি অনুভূতি কাজ করছিল। কিন্তু ছাত্রশিবিরের এই আয়োজন সত্যিই আমাদের সেই শূন্যতা অনেকটা পূরণ করেছে। বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে খাওয়া, কথা বলা-সব মিলিয়ে একটা পারিবারিক পরিবেশ তৈরি হয়েছিল। আয়োজনটা খুব পরিপাটি ও ভালোভাবে পরিচালিত হয়েছে। এতে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম