জাবিতে প্রশাসনিক ভবনে তালা, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন।
এ কর্মসূচিতে ভর্তির শেষ দিনে চরম দুর্ভোগে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রমের সময় নির্ধারিত থাকায় অনেকের ভর্তি অনিশ্চয়তার মুখে পড়ে।
ঢাকার টঙ্গী থেকে আসা এক অভিভাবক জানান, আমি আমার ছেলেকে ভর্তি করাতে এসেছিলাম। ভর্তি শেষ হলেও সে ভবনের ভেতরে আটকা পড়ে আছে। তাকে বের হতে দেওয়া হচ্ছে না। অনেকেই ভেতরে আটকে রয়েছে, এটা একপ্রকার জিম্মি অবস্থা।
রাজশাহী থেকে আসা আরেক অভিভাবক বলেন, সকালে এসে দেখি ভবনের দরজায় তালা। মেয়েকে ভর্তি করাতে এসে এ সমস্যার মুখে পড়েছি। আজই ভর্তি শেষ, খুব দুশ্চিন্তায় আছি।
ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, বুধবার বিকাল সাড়ে ৩টার মধ্যে ভর্তি শেষ করতে হবে; কিন্তু আমরা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতেই পারছি না। এতে আমাদের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থী আরিয়ান কবির বলেন, আমাদের যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। উপাচার্য স্যার যদি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে সত্যিই চিন্তিত হতেন, তাহলে এতক্ষণে এসে আমাদের সঙ্গে কথা বলতেন। তার উপস্থিতি ও সদিচ্ছাই এ সংকট সমাধানে যথেষ্ট ছিল; কিন্তু তিনি আসছেন না। ভর্তি কার্যক্রম অনিশ্চিত হওয়ার সম্পূর্ণ দায়ভার প্রশাসনের।
প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা কারিস রাচির মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে সব ধরনের অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই পরিবহণ সংকটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনের ভেতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা একাধিক শিক্ষার্থী, কমনওয়েলথ স্কলারশিপ সংক্রান্ত কাজে আগত অতিথি ও সাংবাদিকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
