Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাকসু নির্বাচন-বিশ্ববিদ্যালয় সংস্কার দাবিতে ছাত্রশিবিরের স্টুডেন্ট সলিডারিটি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৪০ পিএম

রাকসু নির্বাচন-বিশ্ববিদ্যালয় সংস্কার দাবিতে ছাত্রশিবিরের স্টুডেন্ট সলিডারিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কারে রোডম্যাপ প্রকাশ ও রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ‘স্টুডেন্ট সলিডারিটি’ (শিক্ষার্থী সংহতি) ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্যারিস রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২৫টি প্রস্তাবনা দিয়ে তিন দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা সেটি আমলে নেয়নি। রাকসু নির্বাচনসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে তারা টালবাহানা শুরু করেছে। প্রশাসন ছাত্রবান্ধব নাহলে ফ্যাসিস্টদের মতো তাদেরকে নাদের সরাতে দুবার ভাববে না বলে হুঁশিয়ার দেন। 

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত একত্রিশ বছর ধরে ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মতো একটা সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। বর্তমান প্রশাসন শুধু কথা দেওয়ার রাজনীতি করছে। যত কথাই বর্তমান প্রশাসন দিয়েছে তার একটাও তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন।

বর্তমান প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন ক্যাম্পাসের সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। প্রশাসন সেগুলো আমলে তো নেয়নি, উল্টো তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ২৪-এর জুলাইয়ের পর শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আওয়ামী লীগ আমলের সোবহান ও তাপু প্রশাসনের সঙ্গে এই প্রশাসনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না।

রাকসু নির্বাচন নিয়ে প্রশাসন টালবাহানা করছে বলে উল্লেখ করে দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ মাস ধরে ক্ষমতায় বসেও দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি। আমরা বলতে চাই, আপনারা এই প্রশাসনে বসেন নাই, আপনারা দুই হাজার ছাত্র-জনতার রক্তের ওপর এই গদি পেয়েছেন। প্রত্যেকটি শিক্ষার্থীর মনের চাওয়া-পাওয়ার দাবি পূরণ করা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু আপনারা সেটি পূরণ না করে রাকসু নিয়ে টালবাহানা করেছেন। বুধবার আমাদের এক ভাই ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন; কিন্তু তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো আমাদের কোনো উপকরণ ছিল না। আমরা এমন ২০টি ক্যাটাগরিতে ১২৫টি প্রস্তাবনা দিয়েছি, অনতিবিলম্বে সেগুলো কার্যকর করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন- রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ইমরান নাজির, বায়তুল-মাল সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম