আবু সাঈদ হত্যার তদন্ত-মামলার চার্জশিট প্রত্যাখ্যান বেরোবি শিক্ষার্থীদের
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বেরোবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তারা সমাবেশ করেন।
পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেন।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান কবীর বলেন, আমরা চাই, আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। ঢাকায় বসে কোনো তদন্ত হতে পারে না। সে বিশ্ববিদ্যালয় সামনে এবং পুলিশের গুলিতে মারা গেছে; কিন্তু তার দায়ভার দেওয়া হয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
সাবেক প্রক্টরকে জবাবদিহিতার নামে নিয়ে গিয়ে তারা তাকে আসল আসামি ও ইন্ধনদাতা হিসেবে চালিয়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ প্রহসনমূলক তদন্ত প্রতিবেদন প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
অপর এক শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, ছোটদের সামনে এনে রাঘববোয়ালদের পেছনের ঠেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে কোনো ধরনের টালবাহানা হলে এ বিশ্ববিদ্যালয়ের কেউ তা মেনে নেবে না।
দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রতিবেদন প্রস্তুত করেছে তদন্ত কর্মকর্তা।
এ মামলায় সর্বমোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
