চাঁদার দাবিতে রাবিপ্রবিতে সশস্ত্র গ্রুপের হানা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:১৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এবার চলমান উন্নয়ন কাজে চাঁদার দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাসে ঢুকে হানা দিয়েছে ৭-৮ জনের একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পাহাড়ে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। এবার পাহাড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাবিপ্রবি ক্যাম্পাসে সরাসরি অবাধে ঢুকে চাঁদা দাবি করল পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী। তবে তাদের দলীয় পরিচিতি জানাতে পারেনি রাবিপ্রবি কর্তৃপক্ষ। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে উদ্বেগ তৈরি করেছে।
জানা গেছে, এদিন রাতে রাঙামাটি সদরের মগবান ঝগড়াবিল মৌজায় অবস্থিত রাবিপ্রবির মূলগেট দিয়ে সরাসরি ক্যাম্পাসে ঢুকে পড়ে অস্ত্রধারীরা। এ সময় নির্মাণ শ্রমিকদের মাধ্যমে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ থেকে চাঁদা দাবি করে তারা এবং চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে। যাওয়ার সময় সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে শ্রমিকদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও জানান শ্রমিকরা।
হাসান, সজীব, রিয়াজসহ নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, অস্ত্রধারীদের অতর্কিত উপস্থিতিতে আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। এ সময় বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আমাদের বলে গেছে, চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখবে। চাঁদা না দিলে ব্রাশফায়ার করে হত্যা করা হবে। যাওয়ার সময় আমাদের ১৫ জনের কাছে থাকা ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
সূত্র জানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটির শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির তিনতলা একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজের বাস্তবায়ন চলছে। কাজটি করছে এমই-আরবি-জেবি নামক একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। একাডেমিক ও প্রশাসনিক এ দুটি ভবনের নির্মাণ ব্যয় প্রায় ২৫ কোটি টাকা বলে জানা গেছে। এ কাজটি থেকে চাঁদার দাবি করছে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীটি।
রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, গত রাতে ৭-৮ জনের একদল অস্ত্রধারী মূলগেট দিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে, যা সিসি টিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। এ সময় তারা শ্রমিকদের হুমকি দিয়ে রাবিপ্রবির চলমান উন্নয়ন কাজের ওপর চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশও দিয়ে গেছে। দ্রুত চাঁদা পরিশোধ করা না হলে হত্যার হুমকি দেয় শ্রমিকদের। এ ঘটনায় শুক্রবার সকালে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে অস্ত্রধারীরা কারা বা কোন দলের তা জানতে পারিনি। এ ঘটনায় আমরা হতবাক।
কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, রাবিপ্রবিতে ঢুকে একদল সশস্ত্র সন্ত্রাসীর চাঁদা দাবির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রাবিপ্রবি ক্যাম্পাস ঘিরে এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।
